নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৭,ফেব্রুয়ারি :: মালদা,তালসুর বেলসুর নব যুবক ২৪ প্রহর কমিটির পরিচালনায় আজ থেকে হরিশ্চন্দ্রপুর দুই ব্লক এলাকার মালিয়োর ১ গ্রাম পঞ্চায়েতের তালসুর গ্রামে শুরু হয়ে গেল ২৪ প্রহর কীর্তন। এই উপলক্ষে আজ তালসুর এবং বেলসুর গ্রাম জুড়ে ২৪ প্রহর কীর্তন কমিটির উদ্যোগে গ্রাম জুড়ে কলস যাত্রার আয়োজন করা হয়।
কয়েক হাজার নারী পুরুষ এই যাত্রায় কলস নিয়ে অংশগ্রহণ করেন। এদিন কলসযাত্রা উপলক্ষে পার্শ্ববর্তী গ্রাম মিটনা থেকে জল ভরে আবার গ্রামের মন্দিরে ফিরে আসে ভক্তবৃন্দরা। প্রথম দিনের অধিবাসে এলাকার বাসীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
পরিচালক মন্ডলির সদস্য রমেশ মন্ডল বলেন ২৪ প্রহর উপলক্ষে আগামী সাত দিন ধরে এলাকায় নাম সংকীর্তন সহ পদাবলী কীর্তন, রামলীলা, বাউল সংগীত এবং নর নারায়ন সেবা অনুষ্ঠিত হবে । দুই গ্রামের মানুষের সহযোগিতায় এই কীর্তন অনুষ্ঠিত হচ্ছে । এ বছর ২৪ তম বর্ষে পদার্পণ করলো এই ২৪ প্রহর কীর্তন।