নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মাথাভাঙ্গা :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: মাদক কারবারীদের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ।গোপন সূত্রে খবরের ভিত্তিতে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ মাথাভাঙ্গার ঘোকসাডাঙ্গা থানার অন্তর্গত
প্রেমেরডাঙ্গা এলাকার নিবাসী স্বপন মন্ডলের বাড়িতে অভিযান চালায়।উদ্ধার করা হয় ৯কেজি ৮০০গ্রাম কাঁচা আফিম।এছাড়াও নগদ ৩৩লক্ষ ৪৪হাজার টাকা উদ্ধার করে।মাদক পাচার আইনে ৪৪বছর বয়সী স্বপন মন্ডলকে গ্রেফতার করা হয়।