নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি ::পীরগঞ্জ রাজ্য সড়ক অবরোধ স্থায়ী পাকা সেতুর দাবিতে ফের আন্দোলন বিক্ষোভে নামলেন নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। শুক্রবার সকাল থেকে পীরগঞ্জ এলাকায় মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
অবরোধকারীরা রাজ্য সড়কের ওপর প্লেকার্ড হাতে বসে পড়েন এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের একটাই দাবি অবিলম্বে রতুয়া ২ নং ব্লক এবং পুরাতন মালদা এই দুটি ব্লকের সংযোগস্থলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া মহানন্দা নদীর উপরে যেন কংক্রিট পাকা সেতু দ্রুত করা হয় তার দাবিতে তাদের এই আন্দোলন।
অবরোধের ফলে মালদা রতুয়া রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয় যদিও পরবর্তীতে ঘটনাস্থলে পুখুরিয়া থানার পুলিশ ছুটে আসে। অবরোধকারীদের একটাই দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে এসে ব্রিজ তৈরির আশ্বাস দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে বলে জানিয়েছেন।