নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শান্তিনিকেতন :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: অনুব্রত মণ্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক ধরেই অশান্তি চলছিল বাবু দাস গোষ্ঠীর লোকজনদের। অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরে তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণেই এই অশান্তির সূত্রপাত। এদিন সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক অশান্তি শুরু হয়।
দুই পক্ষের তরফেই একে অপরকে লক্ষ্য করে ইট-বৃষ্টি করা হয়, ভাঙচুর চালানো হয় ও মারধর করা হয় বলে অভিযোগ। এদিন অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার বিরাট পুলিশ বাহিনী। পুলিশ আসার খবর শুনেই পুরুষরা গ্রাম থেকে পালিয়েছে।
কিন্তু গ্রামে অশান্তি করার অভিযোগে দুই পক্ষেরই বারো জন মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল থেকে ব্যাপক অশান্তি হওয়ার পর এবার গ্রামে আতঙ্কের পরিবেশ রয়েছে। অন্যদিকে ইট বৃষ্টি হওয়ার সময় গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার ইটের আঘাতে আহত হয়।