নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপড়া :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: চোপড়ার লালবাজার এলাকার মালগজ গ্রামে উদ্ধার করা হলো একটি বিষধর সাপকে। জানা গেছে বাড়ির মালিক মোঃ ইদ্রিস বাড়িতে সাপটিকে দেখতে পায়। প্রথমদিকে সাপকে দেখেই পরিবারের বাকি সদস্যরা ভয় পেলেও ইদ্রিস কিন্তু ভয় পাননি। সাপকে মারতেও বাধা দেন তিনি ।
পার্শ্ববর্তী এলাকা দাসপাড়া র সাপুড়ে কে ফোন করেন। সাপুড়ে সিদ্ধার্থ এসে সাপটিকে ধরেন এবং সাপকে না মারা বার্তা দিয়েছেন তিনি। বাড়িতে বা যে কোন স্থানে সাপ দেখলে সিদ্ধার্থ কে ফোন করার অনুরোধ করেছেন। যদি সাপে কামড় দেয় তাহলে তড়িঘড়ি ওঝার কাছে না গিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।
অন্যদিকে বাড়ির মালিক মোঃ ইদ্রিস জানিয়েছেন সাপ কে দেখে তিনি ভয় পান না তবে মানুষকে দেখে বেশি বেশি ভয় হয় তার। ঠিক যেন তিনি সাপের বিষএর সঙ্গে মানুষের বিষ কে আরও বেশি বিষাক্ত মনে করেছেন ।