নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ২৮,ফেব্রুয়ারি :: পূর্ব বর্ধমান জেলার পালিতপুরে আদিবাসী পাড়ায় উত্তেজনায়। মাঝি বাবা সুখেন্দু হেমরমের উপর হামলার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে । শুক্রবার দেওয়ানদীঘির মির্জাপুর এলাকায় পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন।
অভিযোগ, বিনা কারণে মাঝি বাবাকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে কিছু দুষ্কৃতী অস্ত্রসহ আক্রমণ চালায়। অভিযুক্তদের মধ্যে পাশের মুসলিম পাড়ার কিছু ব্যক্তি জড়িত বলে স্থানীয়দের দাবি। এই হামলায় মাঝি বাবার গুরুতর চোট লাগে, পাশাপাশি এক মহিলার ডান হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে।
এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। ফলে ন্যায়বিচারের দাবিতে তারা রাস্তা অবরোধ করেছেন।