সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শনিবার ১,মার্চ :: গোটা শহরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ তৎপরতা দেখানো শুরু করেছে ট্রাফিক পুলিশ। এদিন সেই চিত্রই ধরা পড়ল শিলিগুড়ির ভেনাস মোড় এলাকায়।
ট্রাফিক পুলিশের উদ্যোগে এদিন বিশেষ কর্মসূচি করা হলো। সঠিক নিয়ম মেনে যাতে যানবাহন চলাচল করে সেই দিকে সচেতন করা হলো পাশাপাশি যে সমস্ত ড্রাইভাররা সিট বেল্ট বাঁধেনি তাদের সিট বেল্ট বেঁধে গাড়ি চালানোর জন্য সচেতন করা হলো।