নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: শনিবার ১,মার্চ :: পানীয় জল সংকট ঘিরে শুক্রবার পলাশবাড়িতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, গত সোমবার মহাসড়কের একটি কালভার্ট নির্মাণের সময় পিএইচই-র মূল পাইপলাইন ভেঙে যায়, যার ফলে কয়েক হাজার মানুষ পানীয় জল পাচ্ছেন না।
শুক্রবার সকালে শ্রমিকরা কালভার্টের কাজ শুরু করতে এলে স্থানীয়রা প্রতিবাদ জানান এবং দাবি করেন, আগে জলের পাইপ মেরামত করতে হবে। স্থানীয়দের বাধায় দিনভর কাজ বন্ধ থাকে। সন্ধ্যার দিকে নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা এলাকায় এলে ক্ষুব্ধ জনতা তাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখান।
সংবাদ সংগ্রহ করতে সেখানে যান সাংবাদিক অরুপ দাস। অভিযোগ, তিনি যখন সংস্থার প্রতিনিধিদের বক্তব্য রেকর্ড করছিলেন, তখন তার ক্যামেরায় ধাক্কা মারা হয়। এরপর ফেরার পথে শ্রমিকদের একাংশ তার বাইকে ধাক্কা দেয়, ফলে তিনি রাস্তায় পড়ে গিয়ে পায়ে চোট পান।
ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত নির্মাণকারী সংস্থার প্রতিনিধিরা আশ্বাস দেন যে, শনিবারের মধ্যে পানীয় জলের পাইপ মেরামত করা হবে। এদিকে আহত সাংবাদিক অরুপ দাস শিলবাড়িহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার পর সোনাপুর ফাঁড়িতে অভিযোগ জানান। স্থানীয়দের মধ্যে ক্ষোভ এখনও বজায় রয়েছে, পরিস্থিতির ওপর প্রশাসনের কড়া নজরদারি চলছে।