নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ৩,মার্চ :: আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে আসানসোলে একাধিক উন্নয়ন মুলক কাজের শিলান্যাস হল।এদিন আসানসোল পৌরনিগমের ১৩ নম্বর ওয়ার্ডের বন বিষ্ণুপুরে রাস্তা ও নর্দমার কাজের শিলান্যাস করা হল।এই দুটি কাজের জন্য ৪০ লক্ষের বেশি টাকা বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে কালিপাহাড়ি বাস টার্মিনাস রোডের জন্য ৩০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে।এদিনের শিলান্যাসের অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যন কবি দত্ত,ও চিফ এক্সেকিউটিভ রাজু মিশ্র সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন।