নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কালনা :: রবিবার ৩,মার্চ :: শুক্রবার হয়েছে দিদিমনির রিটায়ার্মেন্ট । আর এরপর শনিবার থেকে বন্ধ হয়ে গেল পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত শ্বাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্র।
স্কুলে এসে ফিরে গেল বেশ কয়েকজন ছাত্রছাত্রী। অভিভাবকরা জানালেন, অবিলম্বে স্কুলে দিদিমনি নিয়োগ করে স্কুল চালানোর ব্যবস্থা করা হোক।
এ প্রসঙ্গে সদ্য স্কুল থেকে রিটায়ার্ড হওয়া দিদিমনি শোভা দাস সাহা জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি । আমিও চাই স্কুলটি চালু হোক । আমার হাতে গড়া স্কুলটি বন্ধ হয়ে যাচ্ছে এটি বলতে গিয়েই কেঁদে ফেলেন তিনি।
জানা গিয়েছে শেষ পর্যন্ত তিনজন শিক্ষক-শিক্ষিকা এই স্কুলে থাকলেও একজন মারা যাওয়ার পর আর একজন কিছুদিন পরই রিটার্ড হয়ে যান তারপর থেকে ১৮ জন ছাত্রছাত্রীকে নিয়ে চালাচ্ছিলেন । তার চাকরির শেষ দিন হয়ে যাওয়ার পরই বন্ধ হয়ে যায় স্কুলটি।
বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে অন্য স্কুলে ভর্তি করানোর জন্য তিনি ট্রান্সফারের ব্যবস্থা করতে পারলেও কয়েকজন ছাত্রছাত্রী এই স্কুলেই পড়বে বলে তাদের অভিভাবকরা ট্রান্সফার সার্টিফিকেট নেয়নি। ফলে স্থানীয় অভিভাবকরা স্কুলটি যাতে পুনরায় চালু হয় তার দাবি তুলছেন।