নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিবাড়ি :: সোমবার ৩,মার্চ :: শনিবার রাতে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার এক মহিলা হলদিবাড়ি থানায় অভিযোগ করে জানান, তাঁর স্বামী কাজের সূত্রে ভিনরাজ্যে থাকেন।বাড়িতে চার বছরের বাচ্চাকে নিয়ে সে একাই থাকেন।
এর সুযোগ নিয়ে প্রতিবেশী যুবক বাপ্পি মহম্মদ নামে এক যুবক তাকে উত্যক্ত করা শুরু করে ও বিভিন্ন সময় কু-প্রস্তাব দেন। তার কথা না মানায় ফোনেও গালিগালাজ শুরু করে।বিষয়টি বাপ্পির বাড়িতেও জানালেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করে নি।
দিনের পর দিন এসব সহ্য করতে না পেরে বিচারের দাবিতে থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগের গুরুত্ব বিবেচনা করে রাতেই ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।রবিবার সকালে অভিযুক্ত যুবককে মেখলীগঞ্জ মহকুমা আদালতে তোলা হয়।