নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ৩,মার্চ :: এই বছর ৩ মার্চ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ১৮ মার্চ পর্যন্ত চলবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ।
পরীক্ষার্থীদের সমস্ত রকম সাহায্যের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। শিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই বছর মালদা জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৬৫১ জন। মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৮ হাজার ৫১৩ জন। ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ১৪১৩৮ জন। মালদা জেলায় মোট পরীক্ষা সেন্টার ১৭ টি।
পরীক্ষার ভেনু ১২২টি। বিগত বছরগুলিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে মালদা জেলার কিছু পরীক্ষা কেন্দ্র থেকে। সেইমতো অন্যান্য বছরের মত এবারও মালদা জেলায় ৪২ টি পরীক্ষা কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই ৪২ টি পরীক্ষা কেন্দ্রে বাড়তি নজরদারি চলবে।
পাশাপাশি জেলার প্রতিটি পরীক্ষা কেন্দ্রেই পর্যাপ্ত পুলিশ কর্মী থেকে মেটাল ডিটেক্টর এর মাধ্যমে তল্লাশি চালানো হবে। ছাত্র-ছাত্রীর অনুপাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে মোতায়েন থাকবে পর্যাপ্ত পুলিশকর্মী।