উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সীমা ওরেন ভেনাস মোড় ট্রাফিকের হেল্প ডেসকে এসে পৌঁছায় এবং সহযোগিতা চায়।

সজল দাশগুপ্ত  :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: সোমবার ৩,মার্চ :: আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম দিন থেকেই তৎপর পুলিশ প্রশাসন ও ট্রাফিক পুলিশ। পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠভাবে তাদের পরীক্ষা দিতে পারে সেজন্য এদিন সকাল থেকেই বিশেষ নজরদারি চালানো হচ্ছিল বিভিন্ন জায়গায়।

এদিন এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আনুমানিক সময় তখন ৯.৪৫ মিনিট, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সীমা ওরেন ভেনাস মোড় ট্রাফিকের হেল্প ডেসকে এসে পৌঁছায় এবং সহযোগিতা চায়।

সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র লাল বাহাদুর শাস্ত্রী হিন্দি হাই স্কুল, গেট বাজার। ছাত্রীর বাড়ি চম্পাসারি প্রধান নগর। সে জানায় ট্রাফিক সমস্যার কারণে সময় মতো আসতে পারে নি ,ডক্টর রাজেন্দ্র প্রসাদ গার্লস স্কুলের ছাত্রী সে l

সেই ছাত্রীর সমস্যা শুনবার পর বিশেষ তৎপরতা দেখায় ট্রাফিক পুলিশ। রীতিমতো গ্রিন করিডর তৈরি করে, হুটার বাজিয়ে এমার্জেন্সি বাইক সার্ভিস এর মাধ্যমে পানি ট্যাংকি ট্রাফিক গার্ডের সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জিয়াউল হক সময়মতো পৌঁছে দেয় সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে, এই পরিষেবা পেয়ে পরীক্ষার্থী পুলিশকে ধন্যবাদ জানিয়েছে l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 17 =