নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পানাগড় :: সোমবার ৩,মার্চ :: যাদবপুরে শিক্ষা মন্ত্রীর উপর যা ঘটেছে সেটা নিয়ে নিন্দা করার কোনো ভাষা নেই।ছাত্রদের কাছ থেকে এমন বর্বরোচিত আচরণ আশা করা যায় না।এটা কি ধরণের অসভ্যতা।যেহেতু সব কিছু সহ্য করে নেওয়া হয়।তার বিনিময়ে এই উপহার দেওয়া হোচ্ছে।
বিধানসভায় যারা শূন্য হয়ে গেছে।যাদের নিজেদের চরিত্রের কথা ভুলে গেছে।একসময় কি অত্যাচার করেছে সেটা বাংলার মানুষ এখনো ভোলে নি।তারা কখনো টুম্পা নাচাচ্ছে আবার কখনো গনতন্ত্রের পুজো করে যাচ্ছে।তারা এই সব অপসংস্কৃতির ব্যবহার শেখাচ্ছে এবং প্রশ্রয় দিচ্ছে।
যেহেতু ক্যাম্পাসের ভেতরকে তারা সন্মান করেন। তাই ক্যাম্পাসের বাইরে বেরোলে ওদেরকে ফল ভোগ করতে হবে।এক প্রকার হুঁশিয়ারির সুরে পানাগড়ে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন ও সমবায় দফতরের মন্ত্রী প্রদীপ মজুমদার।এদিন পানাগড়ে এসে একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের উদ্বোধন করতে এসে এমনই মন্তব্য করেন তিনি।