নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ৩,মার্চ :: যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ওপর হামলার অভিযোগ তুলে এসএফআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতি ও প্রাথমিক শিক্ষক সমিতি ও ওয়েবকুপা।
দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের সামনে থেকে শুরু হয় মিছিল। নেতৃত্ব দেন জেলা এবং রাজ্য নেতৃত্ব। প্রতিবাদ মিছিলটি শেষ হয় দুর্গাপুরের চতুরঙ্গ মাঠে।
বিক্ষোভকারীরা বলেন,”যেভাবে বাম ও অতিবাম মিলে রাজ্যের শিক্ষা মন্ত্রীর ওপর হামলা করেছে তা আমরা মেনে নিতে পারছি না। অবিলম্বে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে তারা যদি ক্ষমা না চায় তাহলে আমাদের আন্দোলন ধারাবাহিকভাবে চলবে।”