সম্পত্তি বিবাদে ভাইকে হাসুয়ার কোপ , শুরু রাজনৈতিক চাপানউতর

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভঙড় :: সোমবার ৩,মার্চ :: সম্পত্তিগত বিবাদে ভাইকে হাসুয়া দিয়ে কোপানোর অভিযোগ উঠল ভাই এর বিরুদ্ধে। ধারালো অস্ত্রের আঘাতে ভাইয়ের মাথা গলা এবং গালের পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পোলেরহাট থানা এলাকায়।

পুলিশ সূত্রে খবর, সোমবার ভাঙরের গুছুরিয়া গ্রামে বাসিন্দা আব্দুল হাই এর সঙ্গে লোকমান মোল্লা ও খোকন মোল্লার বিবাদ বাধে। দীর্ঘদিন ধরেই চাষের জমি নিয়ে বিবাদ চলছিল দুপক্ষের মধ্যে। এদিন সেই ধান জমিতে আব্দুল হাইয়ের দুই ছেলে হাসান মোল্লা ও ঝন্টু মোল্লা কাজ করছিল। তখনই সেখানে হাজির হয় লোকমান মোল্লার দুই ছেলে আসাদুল ও মইদুল মোল্লা।

এরপরই উভয় পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে আসাদুল ও মইদুল হাসান ও ঝন্টুর ওপর চড়াও হয়। হাঁসুয়া দিয়ে একাধিক আঘাত করে দুই ভাইয়ের পিঠে ঘাড়ে ও মাথায়। তাতে দুজনেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ঘটনাস্থল থেকে খোকন মোল্লাকে গ্রেফতার করে। ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছে । স্থানীয় তৃণমূল নেতৃত্যের দাবী আইএসএফ সমর্থক আসাদুল ও মসজিদুল তৃণমূলের দুই সমর্থক হাসান ও ঝন্টুকে কুপিয়েছে। পাল্টা আইএসএসের দাবি কোন রাজনৈতিক যোগ নেই এই ঘটনায় । যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পোলেরহাট থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 19 =