পুলিশ সূত্রে খবর, সোমবার ভাঙরের গুছুরিয়া গ্রামে বাসিন্দা আব্দুল হাই এর সঙ্গে লোকমান মোল্লা ও খোকন মোল্লার বিবাদ বাধে। দীর্ঘদিন ধরেই চাষের জমি নিয়ে বিবাদ চলছিল দুপক্ষের মধ্যে। এদিন সেই ধান জমিতে আব্দুল হাইয়ের দুই ছেলে হাসান মোল্লা ও ঝন্টু মোল্লা কাজ করছিল। তখনই সেখানে হাজির হয় লোকমান মোল্লার দুই ছেলে আসাদুল ও মইদুল মোল্লা।
এরপরই উভয় পক্ষের মধ্যে বিবাদ শুরু হলে আসাদুল ও মইদুল হাসান ও ঝন্টুর ওপর চড়াও হয়। হাঁসুয়া দিয়ে একাধিক আঘাত করে দুই ভাইয়ের পিঠে ঘাড়ে ও মাথায়। তাতে দুজনেই রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে জিরেনগাছা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
পুলিশ ঘটনাস্থল থেকে খোকন মোল্লাকে গ্রেফতার করে। ইতিমধ্যে এই ঘটনায় রাজনৈতিক রঙ লেগেছে । স্থানীয় তৃণমূল নেতৃত্যের দাবী আইএসএফ সমর্থক আসাদুল ও মসজিদুল তৃণমূলের দুই সমর্থক হাসান ও ঝন্টুকে কুপিয়েছে। পাল্টা আইএসএসের দাবি কোন রাজনৈতিক যোগ নেই এই ঘটনায় । যদিও গোটা ঘটনার তদন্তে নেমেছে পোলেরহাট থানার পুলিশ।