সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ৪,মার্চ :: প্রাক্তন এক সেনাকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল প্রতিবেশী দুই যুবকের বিরুদ্ধে। বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। গোবিন্দ মণ্ডল নামে প্রাক্তন ওই সেনাকর্মী বিজেপি নেতা হিসেবে পরিচিত।
অন্যদিকে, অভিযুক্ত সুব্রত ও প্রিয়ব্রত তৃণমূল সমর্থক। বিজেপির দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই তাদের নেতাকে মারধর করা হয়েছে। দলের তরফে পুলিশকে জানানো হয়। পুলিশ ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন স্থানীয় নেতৃত্বে।
তৃণমূল অবশ্য অভিযোগ মানেনি। তাদের দাবি, পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ নম্বর ওয়ার্ডে একটি জায়গা ঘিরে গোবিন্দর সঙ্গে অভিযুক্তদের ঝামেলা দীর্ঘদিনের। গোবিন্দর দাবি, তাঁর জায়গা দখল করার চেষ্টা করছেন অভিযুক্তরা।
বিষয়টি নিয়ে তিনি আদালতের দ্বারস্থ হন। আদালতের তরফে অভিযুক্তদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বলে দাবি তাঁর। এর পরেই সোমবার রাতে ওই দুই যুবক আচমকাই তাঁর উপর আক্রমণ করে বলে অভিযোগ।