ভিতরে আটকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও রাহুল ঘোষ, রতন বাগচী সহ নেতারা। বারুইপুর থানার পুলিশ ঘটনা স্থলে। এমনকি সিপিএমের দলীয় কার্যালয়ের মধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের ঢুকে গিয়ে সিপিএম কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি করে।

সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ৪,মার্চ :: বারুইপুরে দক্ষিন ২৪ পরগনা জেলা সিপিএম কার্যালয়ের সামনে বিক্ষোভ, উত্তেজনা। তৃণমূলে ছাত্র পরিষদের কর্মীরা ভিতরে ঢুকে গিয়ে সিপিএম কর্মীদের সঙ্গে ধাক্কা ধাক্কি।জেলা সিপিএমের অফিসের গেটে তালা লাগিয়ে দিল তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।

ভিতরে আটকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও রাহুল ঘোষ, রতন বাগচী সহ নেতারা। বারুইপুর থানার পুলিশ ঘটনা স্থলে। এমনকি সিপিএমের দলীয় কার্যালয়ের মধ্যে তৃণমূল কর্মী সমর্থকদের ঢুকে গিয়ে সিপিএম কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি করে।

এ বিষয়ে বারুইপুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম দাস তিনি জানান, এসএফআইয়ের পক্ষ থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার প্রতিবাদে আজকের আমাদের এই কর্মসূচি।

সিপিএমের পার্টি অফিসের সামনে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে। সিপিএমের এই জেলা কার্যালয় সিপিএমের কোন নেতাকর্মীকে ঢুকতে দেয়া হবে না। রাজ্যের শিক্ষামন্ত্রীকে অপমান করার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ চলছে এবং চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 11 =