নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৪,মার্চ :: দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ডিভিসি মোড় সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় আহত এক বাইক আরোহী। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়ক দিয়ে একটি লেবার বোঝায় ঢালাই মেশিন নিয়ে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে।
বাইক আরোহীর সাথে ধাক্কা লাগে ঢালাই মেশিন নিয়ে যাওয়া গাড়িটি। আহত ব্যক্তিকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে