নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ৪,মার্চ :: জমি বিবাদের জের বাড়ির ভিতরে ঢুকে ভাঙচুর, পরিবারের সদস্যদের মারধর ও গৃহবধূর শ্লীলতাহানির অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে। বসিরহাট মহকুমার বসিরহাট থানার নিমদাঁড়িয়া-কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের সরণিয়া দাসপাড়া এলাকার ঘটনা।
পরিবারের সদস্যদের অভিযোগ, তাদের একটি জমি নিয়ে প্রতিবেশী আব্দুস সাত্তারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে। সেই বিবাদ হাইকোর্টে পর্যন্ত গড়ায়। হাইকোর্ট থেকে স্থগিতাদেশের নির্দেশ জারি করা হয় এবং সেই নোটিশে বলা হয় ওই জমির উপর কোনরকম নির্মাণ কাজ আগামী কয়েক দিনের জন্য স্থগিত রাখতে হবে।
সেই নোটিশ পান সরণিয়া এলাকার বাসিন্দা এক ব্যক্তি। তার অভিযোগ, এই নোটিশ পুলিশের পক্ষ থেকে তাকে দেওয়ার পরেই তার উপরে চড়া হয় প্রতিবেশী আব্দুস সাত্তার সহ তার পরিবারের সদস্যরা। মোট তিন জন বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে। এমনকি ভেঙ্গে দেওয়া হয় ঘরের আসবাবপত্র। ভাঙচুর চালানো হয় আবাস যোজনার ঘরেও।
পাশাপাশি বাড়ির গৃহবধূর শাড়ি ও ব্লাউজ ছিড়ে দিয়ে শ্লীলতাহানি করা হয়। এই ঘটনার পরেই ওই ব্যক্তি আব্দুস সাত্তার সহ মোট ৩ জনের বিরুদ্ধে বসিরহাট থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ