নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৪,মার্চ :: জীবনে চলার পথে যতোই বাধা আসুক, থেমে থাকা যাবেনা। বাবার ইচ্ছাপূরণ করতেই শোকাহত অবস্থায় বাবার মৃত্যুর পর কাছা পরেই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলো এক পরীক্ষার্থী। দুদিন আগে ব্রেন স্টোকে মারা যান পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের বাসিন্দা মলয় চ্যাটার্জী।
স্বর্গীয় মলয় বাবুর ছেলে স্বর্ণাভো চ্যাটার্জী এবারের উচ্চ মধ্যমিক পরীক্ষার্থী। বাবার মৃত্যুতে শোকাহত হলেও ভেঙে পড়েনি স্বর্নাভো। উচ্চমাধ্যমিকের প্রথম দিনেই কাছা পরে পরীক্ষা দিলো সে। জানা যায় মন্তেশ্বর গ্রামের বাসিন্দা স্বর্নাভ চ্যাটার্জী মন্তেশ্বর সাগর বালা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র।
তার পরীক্ষা কেন্দ্র ছিল মালডাঙ্গা আর এম ইনস্টিটিউশনে। এদিন পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে স্বর্নাভো বলে, দুঃখ তো আছেই, কিন্তু বাবার ইচ্ছা ছিলো আমি উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে ভালো চাকরি করি তাই আজকেও আমি পরীক্ষা দিতে এসেছি।