নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মঙ্গলবার ৪,মার্চ :: ট্রান্সফরমার ব্লাস্ট করে ঝলসে মৃত্যু ১শ্রমিকের, জখম ২, ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বেসরকারি কার্বন তৈরির কারখানার পাওয়ার প্লান্টে। ঘটনাস্থলে কোকওভেন থানার পুলিশ। মৃত শ্রমিকের নাম সাধন বাউরী(৪৯)। দুর্গাপুরের কোকওভেন থানার কালীপুরের বাসিন্দা।
জখম দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে, অন্যান্য দিনের মতোই ওই বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্লান্টে কাজে যোগ দিয়েছিল সাধন। হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে।
সেখানেই মৃত্যু হয় সাধনের। সাধনের দুই সহকর্মী গুরুতর জখম হয়। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ।