নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৪,মার্চ :: এক সিভিক ভলেন্টিয়ার এর তৎপরতায় স্কুল থেকে এডমিট নিয়ে এসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসলো এক ছাত্রী। জানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের জালুইডাঙ্গা গোপাল চন্দ্র পাল বালিকা বিদ্যালয় এর ছাত্রী লক্ষ্মী বসাক স্কুল থেকে অ্যাডমিট তুলতে ভুলে যায়,
উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে এসে দেখতে পায় সে এডমিট আনেনি। এরপরই পারুলডাঙ্গা নসরতপুর উচ্চ বিদ্যালয় থেকে তাকে বাইকে চাপিয়ে নাদনঘাট থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার সুচন্দন বসাক তাকে স্কুলে নিয়ে যায়, এরপর সেখান থেকে এডমিট সংগ্রহ করার পর তাকে স্কুলে পৌঁছে দেয়।
এরপরই পরীক্ষার নির্ধারিত সময়ের প্রায় ২৫ মিনিট বাদে স্কুলে ঢুকে পরীক্ষা দিতে বসে ওই ছাত্রী। সিভিক ভলেন্টিয়ারের এই কাজে তাকে ধন্যবাদ জ্ঞাপন করে ওই ছাত্রী।