নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গাইঘাটা :: বুধবার ৫,মার্চ :: উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের পাঁচপোতা বাজার সংলগ্ন এলাকায় সরোজ মল্লিকের বছর তেইশের কন্যা কেয়া মল্লিককে বিয়ে দিয়েছিল স্বরূপনগর থানার পূর্বপুলতা গ্রামে ২৭ এর রাজু মন্ডলের সঙ্গে। বিয়ের পর থেকেই সোনার হার দেওয়ার জন্য চাপ দেয় স্বামী ও পরিবারের লোকজন ।
বাবাকে মোবাইল ফোনে সব কিছু বিস্তারিত জানায় একদিকে মানসিক ও শারীরিক নির্যাতন সোমবার গভীর রাত্রে ঘরের ভিতর ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করে স্বরূপনগর থানার পুলিশ। খবর দেয় মেয়ের বাপের বাড়িতে ,ছুটেএসে শোকে ভেঙে পড়ে তারা।
ঘটনা জানাজানি হতেই স্বরূপনগর থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে শাড়াপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে | প্রাথমিকভাবে শরীর পরীক্ষার পর ময়নাতদন্তের স্বার্থে ওই মৃতদেহ বসিরহাট পুলিশ জেলা মর্গে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়