নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ৫,মার্চ :: জমি বিবাদের জেরে দুই পরিবারের সংঘর্ষে নিহত এক উত্তর পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার বাদুড়িয়া থানা রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গুড়দহ গ্রামের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায় ১২ শতক জমি নিয়ে দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ চারদিন আগে সলিসি সভা হয়, সেখানে পঞ্চায়েতে তরফে সিদ্ধান্ত দেওয়া হয় ওই জমির আসল মালিক মৃত মন্টু মন্ডল।
তারপরে থেকেই দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। যা নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ ঘটনায় নিহত এক | নিহতের নাম মন্টু মন্ডল ৫২ বছর বয়স।
আহতদের রুদ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে বাদুড়িয়া থানার পুলিশ বাহিনী। ইতিমধ্যে বাদুড়িয়া জমি বিবাদের ঘটনায় মূল অভিযুক্ত সহ দুজনকে আটক করেছে বাদুড়িয়া থানার পুলিশ।