নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দননগর :: বুধবার ৫,মার্চ :: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত চন্দননগরের সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের (২৭) মৃত্যুর ঘটনায় সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মাকে গ্রেফতার করেছে পুলিশ।
এসিপি কাঁকসা সুমন কুমার জয়সওয়াল জানান, চন্দননগর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগ দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি অভিষেক গুপ্তা জানান, দুর্গাপুর আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আর্জি জানানো হবে। এর আগে মূল অভিযুক্ত বাবলু যাদবকে গ্রেফতার করেছে পুলিশ।