ইনজেকশন দেওয়ার পরেই শরীরে কাঁপুনি, হাত-পা ঠান্ডা হয়ে আসা এবং জ্বর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ৫,মার্চ :: ইনজেকশন দেওয়ার পরেই শরীরে কাঁপুনি, হাত-পা ঠান্ডা হয়ে আসা এবং জ্বর—এমনই উদ্বেগজনক ঘটনা ঘটল সরকারি হাসপাতাল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগে সোমবার রাতে।

অভিযোগ, এক নার্স বেশ কয়েকজন প্রসূতিকে তিনটি করে ইনজেকশন দেন, আর তার পরপরই এই উপসর্গগুলি দেখা যায়।ঘটনার জেরে হাসপাতালে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রোগীদের পরিবারের অভিযোগ, সমস্যা দেখা দেওয়ার পরপরই আত্মীয়দের ওয়ার্ড থেকে বের করে দেওয়া হয়। তবে হাসপাতাল সুপার জানিয়েছেন, এটি সম্ভবত এলার্জিজনিত প্রতিক্রিয়া, এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − seven =