নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ৫,মার্চ :: হাসপাতালের গাফিলতির অভিযোগে এক বৃদ্ধর মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে। পরেশনাথ ব্যানার্জি নামের ৭৫ বছর বয়সী ওই বৃদ্ধকে তার পরিবার গত বাইশে ফেব্রুয়ারি রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে।
ফুসফুসে সংক্রমণ হওয়ায় শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে তাকে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা চিকিৎসার পর তার কিছুটা উন্নতি হলেও। পরে তাকে হার্টের ডাক্তার দেখানোর কথা বলা হয়েছিল। সেইমতো হাসপাতালে হার্টের ডাক্তার কে আনা হলেও পরেশনাথ ব্যানার্জিকে কোনো রকম ভাবে ডাক্তার দেখানো হয়নি বলে অভিযোগ তার পরিবারের।
অন্যদিকে ফের শারীরিক অবনতি হওয়ায় হাসপাতালের গাফিলতির কারণে পরেশনাথ ব্যানার্জির মৃত্যু হয়েছে বলে দাবি তোলেন পরিবারের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মৃতের পরিবারকে কোনরকম সাহায্য করেনি বলে অভিযোগ।