নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বুধবার ৫,মার্চ :: বসিরহাট মহকুমার সন্দেশখালি দুই নম্বর ব্লকের বেরমজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক মোল্লার গ্রেফতার ও অপসারণের দাবিতে সরবেড়িয়া ধামাখালির রামপুর বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান একাধিক তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা।
বিক্ষোভকারী তৃণমূল কর্মী ও তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের দাবি, গ্রাম পঞ্চায়েতের প্রধান হাজী সিদ্দিক একাধিক দুর্নীতি করছে এলাকায় কোন উন্নয়ন করছে না। অন্যান্য তৃণমূলের কর্মীদের ও পঞ্চায়েত সদস্যদের নানান ধরনের হুমকি দিচ্ছে।
উল্লেখ্য হাজী সিদ্দিকীর দুর্নীতি অভিযোগে তদন্ত করতে আসে পঞ্চায়েত আধিকারিকরা ও বিডিও সাহেব তাদের সামনে ওই পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের কুপিয়ে খুন করার হুমকি দেন প্রধান। এই ঘটনার পর সন্দেশখালি থানায় প্রধানের গ্রেপ্তারের দাবি জানিয়ে অভিযোগ হয়।
সেই অভিযোগ পাওয়ার পরেও প্রশাসন কেন নিষ্ক্রিয় তাই বিক্ষোভে সামিল হয়েছেন পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা তাদের দাবি অবিলম্বে প্রধানকে গ্রেফতার করতে হবে তা না হলে তারা পঞ্চায়েতে আসতে পারছেনা । প্রাণের সংশয় রয়েছে।