নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বুধবার ৫,মার্চ :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর স্কুল বাড়ির ঘাটের সামনে প্রায় ৩০০ থেকে ৪০০ মিটার নদীর বাঁধ বসে আতঙ্কে প্রহর গুনছে সাধারণ মানুষ থেকে এলাকার মানুষ।
একাধিকবার এই রায়মঙ্গল নদীর বাঁধ বসে বিপত্তি ও এলাকা প্লাবিত হয় বহু সমস্যার সম্মুখীন হয় এই সাহেব খালি গ্রাম পঞ্চায়েতের একাধিক গ্রাম । হঠাৎই এই ৩০০ থেকে ৪০০ মিটার নদীর বাঁধ বসে যাওয়াতে সাধারণ মানুষ থেকে নদী পাড়ের মানুষ তারা আতঙ্কে রয়েছে, এই মনে হয় নদীর বাঁধ ভেঙে জল ঢুকবে সেই আশঙ্কা করছে এলাকার সাধারণ মানুষ।
তাদের দাবি নদী বাধ মেরামত যদি তড়িঘড়ি না করা হয় তাহলে বড় ক্ষতি হতে পারে। ঘটনাস্থলে তড়িঘড়ি পৌঁছে যান হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল ও ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী। কি কারণে এই নদীর বাঁধ বসে গেল সে বিষয়ে খতিয়ে দেখছেন তারা।
যাতে দ্রুত মেরামত করা যায় সেদিকটা নজর দিচ্ছেন পাশাপাশি সাধারণ মানুষদের আশ্বাস দেন তারা যাতে আতঙ্কগ্রস্থ হয়ে না পড়ে। বিভিন্ন দিকে নদী বাঁধ ভাঙ্গন নিয়ে আতঙ্কে সুন্দরবনের বিভিন্ন এলাকার মানুষ। নদীতে জলোচ্ছ্বাস বাড়ায় আতঙ্কের সম্মুখীন হচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা।