দমদমের একটি সরকারি বিদ্যালয় হেডমাস্টারের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দমদম :: বুধবার ৫,মার্চ :: দমদমের একটি সরকারি বিদ্যালয় হেডমাস্টারের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ স্কুলে বিক্ষোভের পাশাপাশি ভাঙচুর চালালো, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা

দমদম ভারতীয় বিদ্যামন্দির স্কুলের ছাত্রীর সাথে অশ্লীল আচরণ অভিযোগ হেডমাস্টারের বিরুদ্ধে। নির্যাতিতা ছাত্রী অষ্টম ক্লাসে পঠারত , সে দমদম বিশরপাড়া এলাকার বাসিন্দা, গত ৩ তারিখে স্কুলে গেলে অভিযোগ স্কুলের হেডমাস্টার শুভজিৎ ভট্টাচার্য ছাত্রীর শ্লীলতাহানি করেন

এরপর ছাত্রী বাড়িতে গিয়ে সমস্ত বিষয় জানালে, স্কুলের ছাত্র-ছাত্রীর পাশাপাশি অভিভাবকরা এসে স্কুলের সামনে বিক্ষোভ দেখায় ও স্কুলে ভাঙচুর করে অবিলম্বে প্রধান শিক্ষককে গ্রেফতার করতে হবে এও দাবি জানায় অভিভাবকরা কারণ

এর আগেও নাকি হেডমাস্টার অনেক ছাত্রীর শ্লীলতাহানি করেছে ও হেডমাস্টার মদ খেয়ে স্কুলে আসতেন, এই অভিযোগ করলেন,তাই এই বিষয় নিয়ে দমদম থানায় অভিযোগ দায়ের করেন তারা। যদি পুলিশ হেডমাস্টার কে গেপ্তার না করেন তালে বৃহত্তম আন্দোলন করবেন ।পুলিশ আশ্বাস দেন হেডমাস্টার কে গ্রেফতার করবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =