নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৬,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার,জামালপুর পোস্ট অফিস থেকে ১২ লক্ষ কুড়ি হাজার টাকা লোপাটের ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হলেন সুরজিৎ পালের পরিবার। হাইকোর্টের নির্দেশে তদন্তের দায়িত্ব পেয়েছে সিআইডি।
ইতিমধ্যে সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল জামালপুর পোস্ট অফিসে এসে দীর্ঘক্ষণ পোস্টমাস্টারের সঙ্গে আলোচনা করেন। এরপর তারা সুরজিৎ পালের পরিবারের সঙ্গেও কথা বলেন এবং পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফিও করা হয়।
সুরজিৎ পালের পরিবার মনে করছে, সিআইডির তদন্তে এই ঘটনার সঠিক সত্য উদঘাটিত হবে এবং তারা তাদের হারানো ১২ লক্ষ কুড়ি হাজার টাকা ফেরত পাওয়ার আশায় রয়েছেন।