নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ৬,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা সরকারি হাসপাতালের তিন নম্বর গেটে রয়েছে মর্গ। প্রতিনিয়তই বিভিন্ন দুর্ঘটনায় পরিজনদের হারিয়ে ময়নাতদন্তের জন্য মৃতদেহ নিয়ে আসে মৃতর পরিবারের লোকজনেরা।
আর সেই এলাকায় ভরেছে জঙ্গলে, একই সাথে সেই এলাকায় পানীয় জলের জন্য থাকা একটি টিউবওয়েল সেটাও বিগত দুমাস ধরে বিকল, একই সাথে রয়েছে পাশেই একটি শৌচালয়, তৈরি হওয়ার পর থেকে সেটিতে কোন জলের সিস্টেম নেই।। ফলে সেখান দিয়েও বেরোচ্ছে দুর্গন্ধ।
এ প্রসঙ্গে মৃতদেহ ময়নাতদন্ত করতে নিয়ে আসা মৃতের পরিজনদের অভিযোগ এখানে থাকা পানীয় জলের কলে পড়ে না জল, পাশাপাশি শৌচাগারেও নেই জলের ব্যবস্থা,অবিলম্বে এগুলির ব্যবস্থা করা হোক চাইছেন তারা। এ প্রসঙ্গে কালনা মহকুমা হসপিটালের সহকারী সুপার গৌতম বিশ্বাস জানান, জলটা যত দ্রুত ব্যবস্থা করা যায় তার চেষ্টা করছি।