বই ছাপার আড়ালে নকল ডিয়ার লটারি ছাপানোর কারবার চলছিল ডানকুনিতে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডানকুনি :: বৃহস্পতিবার ৬,মার্চ :: বই ছাপার আড়ালে নকল ডিয়ার লটারি ছাপানোর কারবার চলছিল ডানকুনিতে। গোপন সূত্রে খবর পেয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ।

বিজেপির অভিযোগ শাসক দলের মদতে বেআইনি কারবার চলছে আর সর্বশান্ত হচ্ছেন সাধারন মানুষ। শাসক দল তৃনমূলের দাবী,তাদের নজরে ছিলনা ওই জাল চক্র।পুলিশ জানতে পেরে ব্যবস্থা নিয়েছে। পুলিশ জানিয়েছে কয়েক হাজার নকল লটারির টিকিট সহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে দিল্লি রোডের ধারে ডানকুনি পুরসভার ২ নং ওয়ার্ডের পার ডানকুনি এলাকায় একটি গোডাউনে অভিযান চালায় পুলিশ। কয়েক হাজার নকল লটারির টিকিট বাজেয়াপ্ত করে।

স্থানীয় সূত্রে জানা গেছে,বেশ কয়েক মাস ধরেই গোডাউন ভাড়া নিয়ে বই ছাপানো হবে বলে AB Enterprise কোম্পানির আড়ালে নকল লটারি ছাপার কারবার চলছিল। যে টিকিট পাওয়া গেছে তাতে নম্বর নেই।পুলিশের সন্দেহ অন্য কোথাও ওই টিকিটে নম্বর ফেলা হত। জাল টিকিট এরপর বিভিন্ন জায়গায় চলে যেত।

যারা সাধারন ক্রেতা তারা টেরও পেত না জাল টিকিট কিনছেন তারা । এই চক্রে আরো কারা জড়িত খতিয়ে দেখছে চন্দননগর পুলিশের তদন্তকারীরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে অভিযুক্তরা রাজাবাজার টিটাগর এলাকার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 2 =