বিশাল বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে দামোদর ভ্যালি কর্পোরেশন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ৬,মার্চ :: বিশাল বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযানে ডিভিসি। সম্প্রতি দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সম্প্রসারণ এর কাজ শুরু হয়েছে। ৮০০মেগা ওয়াটের ইউনিট তৈরি করতে প্রচুর জমির প্রয়োজন।

কয়েক মাস ধরে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি জবরদখলকারীদের জমি খালি করার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল দামোদর ভ্যালি কর্পোরেশনের তরফ থেকে। সেই নির্দেশ না মানায় এবার ৩৭নং ওয়ার্ডের সুকান্তপল্লী খাটালপাড়ায় উচ্ছেদ অভিযানে নামে কর্তৃপক্ষ।

সিআইএসএফ বাহিনীকে সঙ্গে নিয়ে জেসিবি নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। মোতায়েন ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্সও।

দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সিনিয়র জেনারেল ম্যানেজার(সিভিল) অমিত কুমার মোদি বলেন,”দু’মাস ধরে আমরা মাইকিং করেছি। দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি খালি করার জন্য বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল। তারা জমি খালি না করায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =