সাতসকালে পুরাতন মালদার নারায়নপুর ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি সহ আহত তিন জন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ৬,মার্চ :: বৃহস্পতিবার সাতসকালে পুরাতন মালদার নারায়নপুর ১২ নম্বর জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত এক ব্যক্তি সহ আহত তিন জন।

জানা গেছে, একটি পাথর বোঝাই বড় লরি সকাল সাড়ে ছটার নাগাদ নারায়নপুরের চাকি মোড়ের কাছে ১২ নম্বর জাতীয় সড়কে প্রথমে একটি জেসিপিকে গাড়িকে ধাক্কা মারে এবং জেসিপিটি পাল্টিয়ে জাতীয় সড়কের ধারে উল্টে যায় ফলে জেসিপির চালক এবং খালাসী দুজনই গুরুতর আহত হয় এবং আহতরা সম্পর্কে নিজের কাকা ভাইপো ।

জেসিপিকে ধাক্কা মেরেই ঘাতক লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে কিছু দূরে গিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে পড়ে এবং ওই শোরুমের নৈশ একজন প্রহরীর গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ।জানা গেছে মৃত নৈশ প্রহরীর নাম নুরুল সেখ, বয়স আনুমানিক ৫৪ বছর, বাড়ি দুর্ঘটনার স্থলের পার্শ্ববর্তী এলাকা জলঙ্গা গ্রামে ।

পাশাপাশি ঘাতক লরির চালকও আহত হয়েছে। জানা গেছে ঘাতক লরির চালকের বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে এলাকাবাসী মানুষ এবং মালদা থানার পুলিশ।

এলাকাবাসীর দাবি জাতীয় সড়কে ডবল লেন হওয়ার ফলে লরিগুলো খুবই বেপরোয়া ভাবে চলাচল করে এবং গাড়ির প্রচণ্ড গতিবেগ থাকে তার জন্য এসব দুর্ঘটনা ঘটছে এবং অকালে মানুষের প্রাণ যাচ্ছে। এলাকাবাসীর দাবি প্রশাসন যেন জাতীয় সড়কে এই লরিগুলো বা বড় গাড়ির গতি নিয়ন্ত্রণে আনে এবং তার জন্য গতি নিয়ন্ত্রণ ব্যারিকেড বসানো হোক জাতীয় সড়কে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =