নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আলিপুরদুয়ার :: বৃহস্পতিবার ৬,মার্চ :: বকেয়া বেতন পাশাপাশি ছুটির অর্থ না পাওয়ায় কারণে বিক্ষোভ প্রদর্শন চা বাগানের শ্রমিকদের। প্রসঙ্গত জানা গেছে তারা স্থানীয় বীরপাড়া থানার সামনে অবস্থান করেন, থানা ঘেরাও করেন এবং বিক্ষোভ প্রদর্শন করেন।
শ্রমিকদের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে তাদের বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধ করা হয়নি। কর্তৃপক্ষ বারংবার আশ্বাস দিলেও কোনরকম পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।
এ প্রসঙ্গে বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান, বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং শ্রমিকদের সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। আন্দোলনকারী শ্রমিকরা জানান সঠিক বিচার না পাওয়া পর্যন্ত তারা থানার সামনে অবস্থান চালিয়ে যাবেন।