সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বৃহস্পতিবার ৬,মার্চ :: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে যাদবপুর কাণ্ড রেষ বারুইপুর সিপিআইএম অফিসে। সুজন চক্রবর্তী আর অন্যান্য নেতৃত্বের উপস্থিতি থাকাকালীন গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখাযা তৃণমূল কর্মীরা।
পুলিশ এসে তাদেরকে কোন রকমে কয়েক ঘন্টা পরে উদ্ধার করে। তারই প্রতিবাদে এস এফ আই এর পক্ষ থেকে বারুইপুরে মিছিল ও বারুইপুর শিবানীপিঠে রাস্তা অবরোধ করে স্লোগান এসএফআই কর্মী সমর্থকদের।
ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিদিনই এই রূপ প্রতিবাদ চলবে হুমকি এস এফ আই এর।