নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: বৃহস্পতিবার ৬,মার্চ :: আবারও অবৈধ বালি বোঝাই দুটি ট্রাক্টর আটক করল সদাইপুর থানার পুলিশ। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি থানা এলাকায় বালি পাচার রুখতে অভিযান চালানো হচ্ছে।
কিন্তু তবুও পুলিশের চোখেI ধুলো দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অবৈধ বালি পাচারে সক্ষম হচ্ছে পাচারকারীরা। তবে এবারে আগে থেকেই জঙ্গলে ওঁত পেতে বসেছিল সদাইপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সদাইপুর থানা এলাকার করমকাল জঙ্গলের রাস্তায় দুটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে পুলিশ। কিন্তু দূর থেকে পুলিশকে দেখে বালি বোঝাই ট্রাক্টর দুটি দাঁড় করিয়ে চম্পট দেয় চালকরা। তবে ট্র্যাক্টরগুলোর মালিক ও চালকের বিরূদ্ধে মামলা রুজু করেছে সদাইপুর থানার পুলিশ।