নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: অন্ডাল :: বৃহস্পতিবার ৬,মার্চ :: একি ভয়াবহ ঘটনা একেবারে একটা আস্ত স্কুল হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল কয়লা খনির ধসের জেরে। তবে রেহাই একটাই দিনের বেলায় স্কুল চলাকালীন এই ইংরেজি মাধ্যম স্কুলটিতে এই ঘটনা ঘটেনি তাই অসংখ্য পড়ুয়ার জীবন রক্ষা পেল।
রাতের দিকে এই ধসের ঘটনা ঘটায়। তবে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন যে আগামীতে অন্য সকল জনবহুল এলাকাগুলিতেও এই ধসের ঘটনা ঘটতে পারে। অন্ডাল থানার অন্তর্গত খাস কাজোড়ার আজির বাগান এলাকায় একটি বেসরকারি স্কুলের নিচে অংশ হঠাৎ এই ধসের কবলে পড়ে ।
এই ঘটনার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুলের বিস্তীর্ণ অংশ, বিষয়টি লক্ষ্য করে আতঙ্কে শিউরে ওঠে সকলে হঠাৎ করেই স্কুলের ওই অংশটি ধসে পড়ায় সংলগ্ন এলাকায় যে ধসের কবলে পড়তে পারে তা নিয়েই অনেকের রাতের ঘুম উড়েছে।