নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৭,মার্চ :: পূর্ব বর্ধমানের শ্রীধর বাজার এলাকায় একটি পরিত্যক্ত রাইস মিলে বেআইনি গ্যাস ব্যবসার উপর হানা দিল ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। ডিইবি অফিসার দেবাশীষ নাগের নেতৃত্বে এই অভিযানে ৩৯ টি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়।
পাশাপাশি আনিশ কুমার মণ্ডল ও প্রশান্ত মালিক নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে ডিইবি-র দলটি ওই রাইস মিলে অভিযান চালায়। দীর্ঘদিন ধরে এই এলাকায় এই দুই ব্যক্তি বেআইনিভাবে গ্যাসের কারবার চালাচ্ছিল।