কালনা দু’নম্বর ব্লকের বিডিও-র তৎপরতায় বন্ধ হয়ে যাওয়া স্কুল খুললো ।এলেন নতুন দিদিমণি ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৭,মার্চ :: পূর্ব বর্ধমান জেলার কালনা দু’নম্বর ব্লকের বিডিও-র তৎপরতায় বন্ধ হয়ে যাওয়া স্কুল খুললো ।এলেন নতুন দিদিমণি । শুরু করলেন পড়ানো। আর এর ফলেই খুশি স্থানীয় অভিভাবকরা।

উল্লেখ্য শ্বাসপুর রামকৃষ্ণ পল্লী শিশু শিক্ষা কেন্দ্র এর শিক্ষিকার রিটায়ারমেন্টের পর স্কুল হয়ে যায় বন্ধ। সেই খবর সম্প্রচার হয় । এর পর দিন বিডিও অফিসে ধরনায় বসে স্কুলের পড়ুয়ারা । বিডিও আশ্বাস দেন স্কুল চালু হবে। এরপরই স্কুলে নতুন দিদিমনি শুরু করেন পড়ানো । ফলে খুশি অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − eight =