কার্জন গেট চত্বরে অল ইন্ডিয়া কিষান ও কৃষক ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ৭,মার্চ :: বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে অল ইন্ডিয়া কিষান ও কৃষক ক্ষেতমজুর সংগঠনের পক্ষ থেকে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো । আলুর ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগে কৃষকরা রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানান।

কৃষকদের প্রধান দাবি, সরকার বর্তমানে ৯ টাকা কেজি দরে আলু কিনলেও সেই দাম বাড়িয়ে ১৫ টাকা করতে হবে। তারা অভিযোগ করেন, আলুর ন্যায্য মূল্য না পাওয়ার কারণে বহু কৃষক আত্মহত্যার পথে যাচ্ছেন। বিশেষত যারা ঋণ নিয়ে চাষ করছেন ।

জলবৃষ্টি ও আবহাওয়ার কারণে ফসল নষ্ট হয়ে যাওয়ায় তারা সেই ঋণ শোধ করতে পারছেন না । তাই ঋণ মুকুব সহ অন্যান্য দাবি জানিয়ে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + eighteen =