সাগরে ভোটার লিস্টে ভূতেদের নাম – পঞ্চায়েত সদস্য বলেন ভোটার লিস্টের নাম থাকবে এখন কাটা যাবে না।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: শনিবার ৮,মার্চ :: সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভুতুড়ে ভোটার লিস্ট উঠে এসেছে। খবরের শিরোনাম দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থেকে একাধিক জেলার ভোটার লিস্টে এখনো পর্যন্ত জীবিত রয়েছে মৃত ব্যক্তিরা। এবার সেই ভুতুড়ে ভোটার লিস্ট উঠে এলো সাগরে।

সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতে ৫৯ নম্বর বুথে ভোটার লিস্টে ১০ থেকে ১২ জন মৃত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে। এছাড়াও ৪০ থেকে ৫০ জনের নাম ভোটার লিস্টে রয়েছে তারা এলাকায় থাকে না।এমনকি অনেক ভোটার তারা কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছে ১০ থেকে ১২ বছর আগে কিন্তু তাদের নামও রয়েছে ভোটার লিস্টে।

                                                                ভুতুড়ে ভোটারের স্ত্রী

এমনকি বহু ব্যক্তি রয়েছে ভোটার লিস্টে জীবিত তারা চার থেকে দশ বছর আগে মারা গিয়েছে। মৃত ব্যক্তিদের নাম ভোটার লিস্টে রয়েছে এমনই ভোটার লিস্টকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য ছড়িয়েছে গঙ্গাসাগরে।

সম্প্রতি জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভুতুড়ে ভোটার লিস্ট উঠে এসেছে। খবরের শিরোনাম দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থেকে একাধিক জেলার ভোটার লিস্টে এখনো পর্যন্ত জীবিত রয়েছে মৃত ব্যক্তিরা। এবার সেই ভুতুড়ে ভোটার লিস্ট উঠে এলো সাগরে।

সাগরের রামকরচর গ্রাম পঞ্চায়েতে ৫৯ নম্বর বুথে ভোটার লিস্টে ১০ থেকে ১২ জন মৃত ব্যক্তিদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে রয়েছে। এছাড়াও ৪০ থেকে ৫০ জনের নাম ভোটার লিস্টে রয়েছে তারা এলাকায় থাকে না।এমনকি অনেক ভোটার তারা কর্মসূত্রে রাজ্যের বিভিন্ন জেলায় চলে গিয়েছে ১০ থেকে ১২ বছর আগে কিন্তু তাদের নামও রয়েছে ভোটার লিস্টে।

মৃত প্রফুল্ল রানার স্ত্রী মিনতি রানা জানান, গত চার বছর আগে আমার স্বামী মারা গিয়েছে। সরকারি কাগজপত্র রয়েছে। রেশন কার্ডেও মৃত এর কারণে রেশন মিলছে না।

কিন্তু ভোটার লিস্টে আমার স্বামী জীবিত। বিষয়টি আমার কাছে বোধগম্য হচ্ছে না। মিনতি রানার মতনই মৃত কাশিনাথ রানার স্ত্রী বৈশাখী রানা তিনি অভিযোগ করছে, দশ বছর আগে আমার স্বামী মারা গিয়েছে সরকারি কাগজপত্র রয়েছে। স্বামী মারা যাওয়ার কারণে রেশন বন্ধ করে দেয়া হয়েছে।

সরকারিভাবে সুযোগ-সুবিধা থেকে আমরা বঞ্চিত কিন্তু ভোটার লিস্টে আমি দেখলাম আমার স্বামীর নাম রয়েছে। এ বিষয়টি পঞ্চায়েতের সদস্যকে জানালে পঞ্চায়েত সদস্য বলেন ভোটার লিস্টের নাম থাকবে এখন কাটা যাবে না।

আমরা চাইবো যে পারিবারে গিয়ে ভোটার লিস্ট সংশোধন করা হোক। ভোটার লিস্ট যদি সংশোধন করা হয় তাহলে এই সরকারের পতন অনিবার্য। মানুষ এবার গর্জে উঠেছে।

দক্ষিণ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্দীপ পাত্র বলেন, বিজেপি সরকার এজেন্সি দ্বারা ভোটার লিস্টে কার চুপি করছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে সরব হয়েছে। আমরা চাই ভোটার লিস্ট সংশোধন করা হোক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 4 =