সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ঢোলাহাট :: শনিবার ৮,মার্চ :: জমি নিয়ে বিবাদের জেরে দুই পরিবারের মধ্যে মারপিট ও পরে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অগ্নিগর্ভ পরিস্থিতি দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের দক্ষিণ হরিনডাঙা এলাকায়।
আগুন লাগার পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশীদের বাড়িতে। সবমিলিয়ে তিনটি বাড়ি, রান্নাঘর, গোয়ালঘর আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে। আগুনে পুড়ে গিয়েছে নগদ টাকা, দুটি বাইক, সাইকেল, বাড়ির আসবাবপত্র, খাদ্য সামগ্রী ও গুরুত্বপূর্ণ নথি।
আগুন লাগার পর তিন ঘন্টা কেটে গেলেও দূরত্বের কারণে দমকল ঢুকতে পারেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঢোলাহাট থানার আইসি দেবাশিস রায়ের নেতৃত্ব বিশাল পুলিশবাহিনী। উত্তেজনা থাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।