নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: শনিবার ৮,মার্চ :: আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে মল্লারপুর এলাকার বিশেষ তিনটি নারীকে আজ সংবর্ধনা দেওয়া হলো ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির অনুষ্ঠান ভবনে। মূলত আন্তর্জাতিক নারী দিবস প্রত্যেক বছরই পালন করা হয়ে থাকে ৮ মার্চ ।
সেইমতো নারী দিবস পালন করা হলো ময়ূরেশ্বর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক এর পক্ষ থেকে ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির অনুষ্ঠান ভবনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হলো। আর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়ূরেশ্বর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক, ময়ূরেশ্বর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিশিষ্টজনেরা।
এছাড়াও এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন মল্লারপুর এলাকার বহু মহিলারা। এদিন উদ্বোধনী সংগীত গেয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নানান মন্তব্য রাখলেন বিশিষ্ট জনেরা, তবে অনুষ্ঠান চলাকালীন মল্লারপুর এলাকার তিন বিশেষ নারীকে বিশেষ সম্মানে সম্মানিত করা হলো ময়ূরেশ্বর এক নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে।