নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ৮,মার্চ :: জলপাইগুড়ি বন বিভাগের মোরাঘাট রেঞ্জ লাগোয়া সনেখালি বিটের এক নম্বর সেকশনে একটি পূর্ণবয়স্ক বাইসনের মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্।
জঙ্গল সংলগ্ন গ্রামবাসীদের নজরে আসে বিষয়টি।এরপরেই ঘটনাস্থলে ছুটে যায় ডাউকিমারি ফাঁড়ির পুলিশ। মোরাঘাট রেঞ্জের রেঞ্জার, এছাড়াও বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড এর এর আধিকারিকরা পৌঁছান। ময়না তদন্তের পর বাইসনটির মৃতুর প্রকৃত কারণ জানা যাবে বলে বন কর্মীরা জানিয়েছেন।
ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক গ্রামবাসী জানান সকালে এই বাইসন টিকে পড়ে থাকতে দেখে ,খবর পেয়ে বন বিভাগের লোকজন এসে বলে মারা গিয়েছে বাইসনটি।