নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: শনিবার ৮,মার্চ :: ভ্যাকসিন নেওয়ার পরই নাক-মুখ দিয়ে রক্ত বেরোনো এবং হাঁচি শুরু হওয়ায় দেড় মাসের শিশুকন্যার মৃত্যুর অভিযোগ। ঘটনায় শোকে ভেঙে পড়েছেন মা সহ পরিবার। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
জলপাইগুড়ি জেলা ও রাজ্য এসএফআই, ডিওয়াইএফআই নেতৃত্ব পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য কমিটির সদস্য প্রদীপ দে, জেলা সম্পাদক শুভায়ু পাল, জেলা সভাপতি অর্পণ পাল-সহ জেলা নেতৃত্বরা সেখানে উপস্থিত ছিলেন।