নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ৮,মার্চ :: এপিকে অশরীরী । ওরা নেই তবুও আছেন। একজন দুজন নয় বহু। তাঁরা মৃত। তবুও তাঁদের নাম জ্বল জ্বল করছে ভোটার তালিকায়। বিভিন্ন নির্বাচনে ভোটও পড়েছে তাঁদের নামে। গোটা গ্রাম জুড়ে অসংখ্য ভূত। সেই গ্রামের একটি বুথেই খোঁজ পাঁচ ভূতের।
কিন্তু সকলেই ভোটার তালিকায় স্বমহিমায় অবস্থান করছেন। মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া গ্রামের ঘটনা। তৃণমূল পঞ্চায়েত সদস্য বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করতেই চোখ ছানাবড়া। গোটা গ্রাম জুড়েই বহু ভূত।
গ্রামের একটি বুথেই নম্বর ২৩৪ সেখানেই মিলল ৫ জনের নাম, যাঁরা মৃত। একজন আবার নিখোঁজ ১০ বছরেরও বেশি আগে থেকে।
ওই গ্রামের বাসিন্দা দীপক সাহা, দেবাশীষ তামূলী, মিঠুন দাস, যামুতি রায় এবং পরিতোষ পাল সকলেই মৃত। আমরা তাঁদের বাড়ি গেলে, বাড়ির সদস্যরাও মৃত বলেই জানায়। কেউ ডেথ সার্টিফিকেটও দেখায়।
এছাড়াও লিলি সাহা নামে এই বুথেরই এক মহিলা নিখোঁজ ১০ বছরেরও আগে থেকে। বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মনোজিৎ ভগৎ নিজে খতিয়ে দেখতে গিয়ে চমকে ওঠেন।