নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফারাক্কা :: শনিবার ৮,মার্চ :: নিউ ফরাক্কা রেলওয়ে জিআরপি সূত্রে খবর, স্টেশন চত্তরে দুই যুবক ঘোরাফেরা করছিল। সেই সময় জিআরপি গোপন সুত্রে খবর পেয়ে তাদের কাছ থেকে প্রায় ১৫ কেজি গাঁজা উদ্ধার করে। যার বাজার মূল্য লক্ষাধিক টাকা।
তারপর তাদের গ্রেফতার করে। এই দুই জনের বাড়ি মুর্শিদাবাদ বলে জানা যায় । ধৃত দুই যুবক কোচবিহার থেকে গাঁজা নিয়ে নিউ ফরাক্কা স্টেশনে নামে এবং এখান থেকে মুর্শিদাবাদ যাওয়ার উদ্দেশ্যে নিউ ফরাক্কা স্টেশন চত্বরে দাঁড়িয়ে ছিল।
জিআরপি পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে প্রায় ১৫ কেজি গাঁজা সহ তাদেরকে গ্রেফতার করে। তদন্তের সার্থে ধৃতদের নাম গোপন রাখা হয়েছে ।